পুলিশকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ PM
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাবেন না। নিজেরা রাজনৈতিক কর্মী মনে করার সুযোগ নেই। পুলিশ সদস্যদের দায়িত্ব আইনের প্রতি দায়বদ্ধ থাকা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘পেশীশক্তি দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাদের সকল কার্যক্রম জনস্বার্থে এবং আইন অনুযায়ী হতে হবে।’

রাজনৈতিক পক্ষপাতিত্ত্বের বিষয়ে সদস্যদের সতর্ক করে উপদেষ্টা বলেন, ‘এখন যদি তেল দেওয়া শুরু করেন, নির্বাচনের পর সেটা আর কাজে আসবে না। তাই এখন তেল রিজার্ভ করে রাখুন, পরে কাজে লাগাতে পারবেন। অর্থাৎ কোনো দলের পেছনে না ছুটে আপনাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে।’

অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুবি শিক্ষকের পোস্টে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা, …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্ত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আন্দোলন-সংঘর্ষ ও ছাত্রদলের হামলার ঘটনায় বছরজুড়ে আলোচনায় ছিল…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আতশবাজি-ফানুস ওড়ানো থেকে…
  • ৩১ ডিসেম্বর ২০২৫