বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রবিবার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, ‘রবিবার বিকেল ৩টায় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। এসব বৈঠকে নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।’
প্রধান উপদেষ্টার নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে জানায়, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং জনগণের ইচ্ছাই জয়ী হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিবেশ আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান সংগ্রহ করুন। গত বছরের তুলনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি। আমরা মনে করি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যথেষ্ট পরিবেশ আছে।’
অন্যদিকে, শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁর প্রতি সমবেদনা ও নিন্দা প্রকাশ করেছেন।