১৯ আগস্ট ২০২৫, ১৭:৪৬

কারিগরি ও মাদ্রাসা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

মুহাম্মদ রফিকুল ইসলাম  © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন নিয়োগ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। 

মুহাম্মদ রফিকুল ইসলাম এতদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করে আসছিলেন। এ পদটি সচিব পদমর্যাদার সমতুল্য এবং সরকারের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা খ ম কবিরুল ইসলাম ২০২৫ সালের ১৪ আগস্ট অবসরোত্তর ছুটিতে (PRL) গমন করেন। এর ফলে সচিব পদটি শূন্য হয়। শূন্যপদে যোগদানের জন্য সরকার মুহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে নিযুক্ত করেছে।