আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ
চিকিৎসকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একই সঙ্গে গণমাধ্যমে তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি ডাক্তারদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। সেখানে প্রথমে নিজের ভালো অভিজ্ঞতার কথা বললেও পরবর্তীতে অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার কথা উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ সমালোচনা সব চিকিৎসকের উদ্দেশে নয়, বরং কিছু সংখ্যক চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য।
তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমে তার বক্তব্যের সম্পূর্ণ অংশ না ছাপায় অনেকের কাছে মনে হয়েছে তিনি সব চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফলে কারও কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগযোগ—এসব অভিযোগ আমি ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। এসব অভিযোগ একশ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না।’
আরও পড়ুন: স্কুলে ঢুকে শিক্ষককে পিটিয়ে বের করে দিলেন বিএনপি-যুবদল নেতারা
ড. নজরুল আরও লিখেছেন, ‘প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এ দেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা দেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’ তবে সীমিত সংখ্যক চিকিৎসকের ক্ষেত্রে অভিযোগগুলো সত্যি হলে তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধও জানান তিনি।
এর আগে শনিবার এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা মন্তব্য করেছিলেন, বাংলাদেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য চিকিৎসকদের সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?’
এই বক্তব্য প্রকাশের পর চিকিৎসকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি পৃথক বিবৃতিতে আসিফ নজরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।