১৪ আগস্ট ২০২৫, ২১:০১

রাজধানীবাসীর জন্য সুখবর দিল ডিএমপি, ঘরে বসেই করা যাবে জিডি

ডিএমপি  © সংগৃহীত

রাজধানীবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে ঘরে বসেই অনলাইনে করা যাবে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি)। ডিএমপির ৫০টি থানায় এ সেবা চালু হয়েছে। এর আগে অনলাইনে শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। 

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একই অ্যাকাউন্ট থেকে বারবার সেবা নেওয়া যাবে, আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। চাইলে সরাসরি ওয়েবসাইট gd.police.gov.bd-এও আবেদন করা যাবে।

অনলাইন জিডি করার বিস্তারিত নিয়ম
প্রথমে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর হতে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন জিডি পোর্টালে (gd.police.gov.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। 

আবেদন
নিবন্ধন সম্পন্ন করার পর পোর্টালে লগ ইন করে “নতুন জিডি আবেদন” বা অনুরূপ অপশনে ক্লিক করতে হবে। এরপর যে বিষয়ে জিডি করবেন, তার ভিত্তিতে বিবরণ, স্থান, তারিখসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। কোনো জিনিস হারিয়ে গেলে তার বিস্তারিত বিবরণ ও শেষ কোথায় দেখা গেছে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে তা আপলোড করতে হবে।

জমা দেওয়া
আবেদনপত্রটি ভালোভাবে দেখে, ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিন। 

অবস্থা জানা
আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পোর্টালে লগ ইন করতে হবে এবং প্রয়োজনে জিডি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়
অনলাইন জিডি করার জন্য কোনো ফি লাগে না; হারিয়ে যাওয়া জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং যোগাযোগের জন্য আপনার মোবাইল নম্বর ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দিতে হবে।