নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা—জবাবে যা জানালেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন না দলটির নেতাদের ট্রায়ালটা (বিচারপ্রক্রিয়া) কনক্লুড (সমাপ্ত) না হয়। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, আগামী নির্বাচনে ১৪ দল, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ফ্যাসিস্টের ভূমিকায় থাকা দলগুলো অংশ নিতে পারবেন কিনা। সেটা নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় কোনো আলোচনা হয়েছে কিনা?
এ প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা নির্বাচন কমিশন (ইসি) বলতে পারবে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে।