৩১ জুলাই ২০২৫, ০৭:৫৮

নোয়াখালীর আঞ্চলিক ভাষা বিলুপ্ত হতে দেওয়া যাবে না: পরিকল্পনা উপদেষ্টা

কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী  © সংগৃহীত

নোয়াখালীর আঞ্চলিক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘ছোটকালে আমরা স্কুলে যেই ভাষায় কথা বলতাম, এখন আর সে ভাষা নেই। নোয়াখালী ভাষা বিলুপ্ত হতে দেওয়া উচিত না।’

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নোয়াখালী জেলা কল্যাণ সমিতি আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা–২০২৫’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘নোয়াখালী থেকে অনেকে এখন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপক। নোয়াখালীর মানুষ আসলে মেধাবী এবং উদ্যোগীও। কিন্তু মুশকিলটা হলো, অন্যান্য জেলা যেমন করে আঞ্চলিকতা বজায় রাখে, তারা তাদের নিজেদের ভাষায় সবসময় কথা বলতে পছন্দ করে। নোয়াখালীর মানুষ তাদের আঞ্চলিক ভাষায় সেভাবে কথা বলে না।’

তিনি আরও বলেন, ‘আমি যে নোয়াখালীর সেটাও খুব কম মানুষ জানে। ক্লাস সিক্স পর্যন্ত নোয়াখালীতে পড়েছি। এর আগে রায়পুরে পড়েছি। আমার আফসোস হয়, ক্লাস সেভেন থেকে ঢাকায় চলে আসার পর আর নোয়াখালী যাইনি। ঢাকাতে আসার পর একদম যখন উপদেষ্টা হয়েছিলাম ১৯৯৬ সালে, তারও বেশ কয়েক বছর পরে আমার স্ত্রীকে নিয়ে নোয়াখালীতে প্রথম গেলাম। তার আগে মাঝখানে যাইনি। সেজন্য অপরাধবোধ হয়।’

নোয়াখালীর প্রতিবাদী ইতিহাস ও মানুষের অগ্রগতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “প্রতিবাদ ও অর্জনের দিক থেকে নোয়াখালী অনেক ওপরে। মুশকিলটা হলো, নোয়াখালীতে যারা খুব ভালো উদ্যোগী হয় বা শিক্ষায় যারা ভালো করে, তারা আর নোয়াখালীতে ফিরে যায় না।”

তিনি জানান, ‘নোয়াখালী নিয়ে দু-তিনটি পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ। এ সময় সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ নোয়াখালীর গুণীজনেরা উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াখালী থেকে আগত ঢাকায় অধ্যয়নরত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।