২৭ জুলাই ২০২৫, ২০:৪৮

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে শর্ত আরোপ, প্রজ্ঞাপনে দিতে হবে পাসপোর্ট নম্বর

জনপ্রশাসন মন্ত্রণালয়  © লোগো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে তাদের পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে সরকার। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে রবিবার (২৭ জুলাই) সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হচ্ছে। কিন্তু এসব আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ না করায় বিদেশ ভ্রমণের সময় তারা কোন পাসপোর্ট ব্যবহার করছেন—তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যাচ্ছে না। এতে নানা অনিয়ম তৈরি হয়। 

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করার সুযোগ থেকে যাচ্ছে। এ কারণে সরকারি ভ্রমণ সংক্রান্ত তথ্য, হিসাব ও নজরদারি নিশ্চিত করতে প্রজ্ঞাপন বা সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নির্দেশনা ভবিষ্যতের সরকারি ভ্রমণসংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।