২৫ জুলাই ২০২৫, ০৯:৪৪

হজের প্রাথমিক নিবন্ধন ফি ৪ লাখ টাকা, শর্ত প্রকাশ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়  © টিডিসি সম্পাদিত

২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সে অনুযায়ী আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এবার প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা। প্রাক-নিবন্ধিত ব্যক্তি এ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন

সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে শর্তে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের হজের টাইমলাইন অনুযায়ী বর্ণিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকার প্রদত্ত কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে যথাসময়ে হজ প্যাকেজ ও গাইড লাইন ঘোষণা করা হবে। হজ প্যাকেজে উল্লিখিত সময়ের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা জানিয়ে আরও বলা হয়েছে, সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ (৩য় তলা) ও হজ অফিস, আশকোনা, ঢাকা হতে নিবন্ধন করা যাবে। অনুমোদিত যে কোন হজ এজেন্সি কর্তৃক বেসরকারি মাধ্যমের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন করা যাবে।

হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এ পাওয়া যাবে। সরকারি মাধ্যমে মক্কা ও মদিনার বাড়ি, হোটেলে সর্বোচ্চ ৫ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন (২/৩ সিটের রুম, শর্ট প্যাকেজ) সুবিধা গ্রহণে একই ভাউচারে সমসংখ্যক হজযাত্রী থাকতে হবে। প্রাথমিক নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।

আরও পড়ুন: অবশেষে ভিসি পেল কুয়েট, দায়িত্বে বুয়েটের প্রাক্তন অধ্যাপক মাকসুদ হেলালী

সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছুক ব্যক্তিগণ সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখায়, মতিঝিল ঢাকা, হিসাবের শিরোনাম Sale Proceeds of Hajj Deposit, হিসাব নম্বরের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ভাউচারের মাধ্যমে ৪ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এজেন্সির মাধ্যমে হজে গমনেচ্ছুক ব্যক্তিগণ একই পরিমাণ অর্থাৎ ৪ লাখ টাকা এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।  এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হজ পোর্টালে এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

হজ একটি কষ্টসাধ্য ইবাদত বিধায় শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও উপযুক্ত ব্যক্তিগণই কেবল নিবন্ধন করবেন। দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তি (হৃদরোগ, ফুসফুস, লিভার সিরোসিস, কিডনী রোগে আক্রান্ত, নিউরোলজিক্যাল, মানসিক রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, যক্ষ্মা এবং কেমোথেরাপী বা রেডিওথেরাপী গ্রহণকারী ক্যান্সার আক্রান্ত ব্যক্তি) প্রাথমিক নিবন্ধন করবেন না।

নিবন্ধনের সময় হজে গমনেচ্ছুক ব্যক্তিগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন বা যেকোন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবশ্যিকভাবে ফিটনেস সার্টিফিকেট গ্রহণ করতে হবে। হজের আরকান-আহকাম, নিয়ম-কানুন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের জন্য হজ প্রশিক্ষণে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। নিবন্ধনসহ হজের যে কোন তথ্য ১৬১৩৬ নম্বরে (কল সেন্টার) ফোন করে জানা যাবে।