২২ জুলাই ২০২৫, ১৬:৩৪

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ 

হাইকোর্ট  © সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা আইনগত অভিভাবকের মোবাইল নম্বর যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২২ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য শিক্ষা সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের রক্তের গ্রুপও আইডি কার্ডে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন আদালত।

একই সঙ্গে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।