২১ জুলাই ২০২৫, ২১:২০

মাইলস্টোনের ঘটনায় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

ড. মুহাম্মদ ইউনূ  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।

তিনি বলেন, বাবা-মায়ের কাছে আমরা কী জবাব দেব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। তদন্ত হলেও তাদের তো আর ফিরে পাব না। শোক এখনো কাটেনি। সবার সহযোগিতা কামনা করছি।

হাসপাতালে ভিড় কম করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা।