ডেঙ্গুতে উপজেলা কর্মকর্তার মৃত্যু
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
জানা গেছে, সিরাজুম মুনিরা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোহাম্মদ মোজাম্মেল কাজীর মেয়ে এবং সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার এক ছেলে (১০) ও এক মেয়ে (৬) রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন মুনিরা। এরপর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শরীরে প্ল্যাটিলেট কমে গেলে, উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’