শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি, মিলবে সব সেবা
আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ছুটির দিন হলেও নগরবাসী এ দুই দিনেও পাবেন সকল ধরনের নাগরিক সেবা। নগর ভবন থেকে শুরু করে আঞ্চলিক কার্যালয়সহ সব স্তরের অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।
এর আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (২৩ জুন) থেকে আবারও চালু হয় নগর ভবনের প্রধান ফটক ও সেবা কার্যক্রম। তবে একইসঙ্গে এখনো চলমান রয়েছে ইশরাকপন্থী কর্মচারীদের অবস্থান কর্মসূচি।
উল্লেখ্য, গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাক হোসেনের অনুসারী কিছু কর্মচারী নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এবং বিভিন্ন বিভাগে তালা মেরে সেবা কার্যক্রম বন্ধ করে দেন। পরে ঈদের বিরতি শেষে ১৫ জুন থেকে তারা ফের অবস্থান কর্মসূচি শুরু করলে অফিস কার্যক্রম আবারও ব্যাহত হয়।
দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে সোমবার খুলে দেওয়া হয় প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা। এরপর থেকেই আবার চালু হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। সেই ধারাবাহিকতায় এবার শুক্র ও শনিবারও চালু থাকবে সিটি কর্পোরেশনের সকল অফিস ও সেবা।