নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য আলাদা কোনো ‘রোডম্যাপ’ নয়, নির্বাচন কমিশন (ইসি) একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এই পরিকল্পনা কমিশনের অভ্যন্তরীণ প্রয়োজনে তৈরি করা হয়েছে এবং সময়ের প্রয়োজনে তা সংশোধনও হতে পারে। শনিবার (২১ জুন) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আপনারা যেটাকে রোডম্যাপ বলেন, আমরা সেটাকে কর্মপরিকল্পনা বলি। কোন কাজ কখন শুরু করব, কখন শেষ করব, সেটা নিয়ে একটি সম্ভাব্য পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এটা প্রকাশযোগ্য নয়, এটি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য। প্রয়োজনে এ পরিকল্পনায় সংশোধনও আসতে পারে।
তিনি আরও বলেন, এতো বড় একটি নির্বাচন আয়োজনের জন্য কর্মপরিকল্পনা থাকা জরুরি। আমরা কিছুই লুকিয়ে করছি না। সময় হলে আপনারা সব জানবেন।
নির্বাচনে সরকারের ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, যতই ইসিকে স্বাধীন বলা হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহায়তা ছাড়া নির্বাচন পরিচালনা করা যাবে না। সুতরাং সরকারের একটি মুখ্য ভূমিকা থাকবেই।
সরকারের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপে নেই। নিয়মিতভাবে বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে। সময় হলে প্রয়োজন অনুযায়ী আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আলোচনা হবে। নির্বাচন কমিশনের সংস্কারসহ নানা বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ রয়েছে, সেগুলো নিয়েও আমরা কাজ করছি।
এর আগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচনের মানোন্নয়নে সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।