‘১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন হয়েছে ঢাকা’
রাজধানী ঢাকায় কোরবানির পশু জবাইয়ের পর সৃষ্ট বর্জ্য মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৭ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি প্রতিদিনের দায়িত্ব।’
আসিফ মাহমুদ আরও জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে প্রমাণ হয়েছে দক্ষতা, কর্মনিষ্ঠা এবং জনসেবায় স্থানীয় সরকারের দায়িত্বশীলতা কতটা কার্যকর। তিনি বলেন, “নগরবাসীর সচেতনতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই ১২ ঘণ্টারও কম সময়ে ঢাকা পরিষ্কার করা সম্ভব হয়েছে।”
তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “যারা এই কঠিন পরিশ্রম করেছেন, তারা আমাদের নীরব নায়ক। তাদের প্রচার নেই, কিন্তু তাদের কাজেই শহরের পরিচয়। কোরবানির ঈদের এই প্রকৃত বীরদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।”
আসিফ মাহমুদ আরও জানান, শুধু ঢাকা নয়, দেশের সব কটি সিটি করপোরেশনেই কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, সারাদেশে ১২টি সিটি করপোরেশনে মোট ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের আনন্দ ত্যাগ করে নিরলস পরিশ্রমে কাজ করেছেন। কেবল ঢাকা উত্তর সিটি করপোরেশনেই কাজ করেছেন ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ব্যবহৃত হয়েছে প্রায় ৮৫০টি যানবাহন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। যারা এই কাজ করেছেন, আপনাদের প্রতি জানাই অকুণ্ঠ কৃতজ্ঞতা।”