০২ জুন ২০২৫, ১১:২৪

শিক্ষা-স্বাস্থ্য খাতে নমিনাল বরাদ্দ থাকছে, নেতিবাচক প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ  © সংগৃহীত

শিক্ষা-স্বাস্থ্য খাতে নমিনাল বরাদ্দ থাকছে, নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (১ জুন) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা-স্বাস্থ্য খাতে যে বরাদ্দ কমছে, এটা একটা নমিনলান বরাদ্দ। শিক্ষা-স্বাস্থ্যে খাতে আসল উদ্দেশ্য হলো, যেমন-শিক্ষায় কারিকুলাম ডেভেলপমেন্ট, শিক্ষক ট্রেনিং ও শ্রেণিকক্ষ ডেভেলপমেন্ট করা। এসব খাতের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা ও শিক্ষকদের বেতন-ভাতা দেওয়াতে বেশি ব্যয় হয়।

তিনি বলেন, টেকনিক্যাল এডুকেশন হলো-যেমন অনেক নতুন বিল্ডিং আছে, আরও করতে হচ্ছে। কিন্তু আমাদের ক্যাপাসিটি বা সামর্থ্য আছে কিন্তু ইউটিলাইজ করা হয় না। অনেক স্কুলে শিক্ষক ও ছাত্র নেই। অতিরিক্ত টাকা দিয়ে শিক্ষকদের বেতন-ভাতা, ট্রেনিং দেয়া হচ্ছে। এমনকি আমরা পেনশন বাড়িয়ে দিয়েছি। 

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে সবশেষ যা জানাল ইএমআইএস সেল

ফিজিক্যাল সুবিধা বাড়াবার আগে হাসপাতাল/শিক্ষায় যে সুযোগ রয়েছে তা যথাযথ ব্যবহার করতে হবে। যেমন- ডাক্তার, নার্স বেশি নিতে হবে ও যন্ত্রপাতি আনতে হবে। সেগুলোর ওপর আমরা যে টাকাটা দিচ্ছি, তা সন্তোষজনক। সেজন্য অনেকে প্রতীয়মান হবে যে, টাকা কমে গেছে। আমরা যদি ফিজিক্যাল ফ্যাসিলিটি অনেক করে দিতাম। অনেক স্কুলকলেজ করতাম ও হাসপাতাল নির্মাণ করে দিতাম, এতে অনেক টাকা লাগত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বাজেট থাকছে তাতে শিক্ষাখাতে নেতিবাচক কোনো প্রভাব পড়ছে না।

জানা গেছে, আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।