২৬ মে ২০২৫, ২১:৪৭
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ
বাংলাদেশ সচিবালয়ে এক দিনের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আজ সোমবার (২৬ মে) এ সম্পর্কিত এক আদেশ জারি করেছে।
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই এ নির্দেশনা এলো। জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক রাজনীতি প্রতিরোধের এক হাতিয়ার কাজী নজরুল ইসলাম
উল্লেখ্য, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন বাংলাদেশ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।