২০ মে ২০২৫, ১৩:১৩

মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশ সচিবালয়   © সংগৃহীত

নতুন অর্থবছরে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা আসছে ঠিকই, তবে সেটি এখনই নয়—এখনো অপেক্ষা করতে হবে কিছুটা সময়। এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হবে। তবে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।’

তিনি আরও জানান, কী পরিমাণ বা কত শতাংশ হারে এই ভাতা দেওয়া হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে এবং পরে বিস্তারিত জানানো হবে।