রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ, শুনানি ১ জুলাই
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) বিষয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুলাই।
রবিবার (১৮ মে) সকালে আপিল বিভাগে পূর্বের রায় পাঠ করে শোনান ক্যাবিনেট সেক্রেটারির পক্ষে আইনজীবী সালাহউদ্দিন দোলন। প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন।
আরও পড়ুন: দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়লো ছাত্রদল
এর আগে, ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে রায় দেন, যেখানে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের উচ্চতর অবস্থানে রাখা হয়। ওই রায়ে জেলা জজদের পদমর্যাদা আট ধাপ বাড়িয়ে সচিবদের সমকক্ষ করা হয় এবং প্রধান বিচারপতির অবস্থান জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমান নির্ধারণ করা হয়।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান আলাদা করে রিভিউ আবেদন করেন। পরে সেই রিভিউ আবেদনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও যুক্ত হন।