১২ মে ২০২৫, ০৯:০৮

আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন  © সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন, ‘আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। পত্র-পত্রিকার সংবাদে তো আর ইসি সিদ্ধান্ত নিতে পারে না। গেজেট অনুযায়ী ইসি সিদ্ধান্ত নেবে।’

প্রসঙ্গত, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বিকেলে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।