১২ মে ২০২৫, ০৪:১১

বিদেশি প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইসি

নির্বাচন ভবন  © সংগৃহীত

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) সকালে এ বৈঠক শুরু হয়। বৈঠকে একজন বিদেশি অতিথি রয়েছেন বলে ইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

বৈঠকে উপস্থিত রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদও বৈঠকে উপস্থিত রয়েছেন।

কমিশনের কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার আনুষ্ঠানিক গেজেট ইসির হাতে এলে, নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গেজেট প্রকাশ ছাড়াই আজকের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায়, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সুপারিশ আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।