আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইন্টারকন্টিনেন্টালে বড় হচ্ছে গণজমায়েত
জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার খবরের অপেক্ষায় রাজধানীর শাহবাগ এলাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে বড় হচ্ছে গণজমায়েত। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে আজ শনিবার (১০ মে) প্রধান উপদেষ্টার বাসভবনে চলমান সভা শেষে রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাত রাড়ে ১০টার দিকে ইন্টারকন্টিনেন্টালের মোড়ের চারপাশ ঘুরে বিভিন্ন দল ও মতের ব্যক্তিবর্গকে উপস্থিত হতে দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন দলের নেতাদের ভীড় দেখা গেছে।
এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ডাকা জরুরি সভা শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ রাত সাড়ে ৯টার পর প্রধান উপদেষ্টার বাসভবনে অপেক্ষারত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: যুব মহিলা লীগ সভাপতিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
এর আগে, যশোরে এক অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আলোচনা করতে যমুনায় জরুরি সভায় বসছেন উপদেষ্টারা।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে গেলে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্র-জনতা। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবনে রাত ৮টায় জরুরি সভায় বসেন উপদেষ্টারা।