১০ মে ২০২৫, ০৮:৩৫
রাতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’
সরকারের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সাম্প্রতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তিন দিন ধরে কর্মসূচি পালন করছেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা।