০৮ মে ২০২৫, ১৪:১২

সাইবার আইনের ৯৫ ভাগ মামলা বাতিল হচ্ছে : আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সদ্যপ্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশে পূর্ববর্তী সাইবার নিরাপত্তা আইনের নয়টি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে। এসব ধারার ভিত্তিতে দায়ের হওয়া ৯৫ শতাংশ মামলাই ছিল হয়রানিমূলক, যা এই নতুন আইনের ফলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “বাতিল হওয়া ধারাগুলোর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় পতাকা ও জাতীয় শহীদদের নিয়ে কুৎসামূলক প্রচারণা সংক্রান্ত দণ্ডবিধান। এসব ধারায় অতীতে বহু সাংবাদিকসহ সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন।”

তিনি জানান, মানহানিকর তথ্য প্রকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন বক্তব্য এবং আক্রমণাত্মক বা ভীতিকর কনটেন্টের অভিযোগে মামলা দায়েরের সুযোগ রাখা ধারাগুলিও সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

নতুন আইনে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে শুধুমাত্র দুটি ক্ষেত্রে অপরাধ হিসেবে সংজ্ঞায়ন করা হয়েছে: নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রকাশ বা হুমকি এবং ধর্মীয় ঘৃণা ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়া। ধর্মীয় বিদ্বেষের সংজ্ঞা এই আইনে সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যাতে এটি অপব্যবহার না হয়।

তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধকে শাস্তিযোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া, নতুন আইনে মতপ্রকাশ-সংক্রান্ত মামলাগুলো আমলি আদালতে চলবে এবং ম্যাজিস্ট্রেট চাইলে প্রাথমিক পর্যায়েই মামলা খারিজ করে দিতে পারবেন, এমনকি ২৪ ঘণ্টার মধ্যে মামলা বাতিলেরও বিধান রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।