দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুদক
স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ এপ্রিল) দুদকের মহাপরিচালক (ডিজি) আখতার হোসেন এ তথ্য জানান।
দুদক সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে দুদকের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় বৃত্ত ভরাটে সাড়ে সাতশো ওএমআর বাতিল
এর আগে রোববার সকালে যুব অধিকার পরিষদের প্রতিনিধিরা দুদকে গিয়ে মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন। এছাড়া হাইকোর্টের আইনজীবী নাদিম মাহমুদ এবং মো. শফিকুল ইসলাম রবিবার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা দেন।