২৫ এপ্রিল ২০২৫, ১১:০৯

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সতর্ক বার্তা, লঙ্ঘিত হলে ব্যবস্থা

  © সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পরিচালক হাসিনা বেগমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পবিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।’

‘এ ছাড়া পবিসে কর্মরত লাইন ক্রুদের মধ্যে কিছুসংখ্যক ক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় স্যোশাল মিডিয়ায় প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে ওই ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

আদেশে আরও বলা হয়, ‘এ প্রেক্ষাপটে বর্ণিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে উক্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সতর্ক করে বিআরইবি জানায়, ‘পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজাররা ওই কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় বর্ণিত কর্মকাণ্ডের দায়ভার সংশ্লিষ্ট পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজাররা বহন করবেন।’