১৮ এপ্রিল ২০২৫, ২১:৫৪

জুলাই-আগস্টের ঘটনায় সাকিব এখনো দুঃখ প্রকাশ করেননি: প্রেস সচিব

শফিকুল আলম  © সংগৃহীত

জুলাই-আগস্ট গণভ্যুত্থানে এতো মানুষকে নির্মমভাবে খুন করা হলো সে ব্যাপারে সাকিব আল হাসান এখনো দুঃখ প্রকাশ করেননি কিংবা নিন্দা জানাননি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (১৮ এপ্রিল) মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

প্রেস সচিব শফিকুল আলম কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া ভুল নয়। তবে প্রশ্ন হচ্ছে আপনি কোনো ধরনের দলে যোগ দিচ্ছেন যোগ দেবার আগে সেটি আপনার বিবেচনায় আনতে হবে। জেনে বুঝে সাকিব এমন দলে যোগ দিয়েছেন যে দলের নেতাদের হাতে রক্ত, যারা গুম, খুন, ব্যাংক লুটের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: ঢাবিতে ‘প্রেমিকযুগলের প্রতারণা সিন্ডিকেট’, বোকা বনলো উপদেষ্টা থেকে ছাত্রলীগ পর্যন্ত!

তিনি বলেন, আওয়ামী লীগ বাজে একটি দল, ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সাথে জড়িত, তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে। সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদান করার আগেই সব কিছুই জানত।’

তিনি আরও বলেন, ‘তামিম ও মুশফিকও আইকন ছিল। তারা কেন তখন দলে যোগদান করল না? একজন আইকনের নিজস্ব স্বার্থ নেই?।’