ছবিতে প্রধান উপদেষ্টার ঈদ জামাত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৫, ১২:৩০ PM

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হয়।
এ সময় জামাতে আরও অংশ নেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লিরা।
জাতীয় ঈদগাহে প্রধান জামাতের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম এবং কারি হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মোয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।