০৯ নভেম্বর ২০২৫, ২১:০২

পদ ৪০০, খাদ্য অধিদপ্তর টেকাল ৯১ জনকে

খাদ্য অধিদপ্তর  © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রথম ধাপের কারিগরি শাখার ১৩টি ক্যাটাগরিতে মোট ৪০০টি শূন্যপদ থাকলেও চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মাত্র ৯১ জন প্রার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৭ জন, মেকানিক্যাল ফোরম্যান ৩ জন, ইলেকট্রিক্যাল ফোরম্যান ৩ জন, অপারেটর ১৮ জন, সহকারী ফোরম্যান ৪ জন, মিলরাইট ৫ জন, ইলেকট্রিশিয়ান ১১ জন, ল্যাবরেটরি সহকারী ২ জন, সহকারী অপারেটর ৩ জন, স্টেভেডর সরদার ১ জন, সহকারী মিলরাইট ১ জন, মিল অপারেটিভ ১৭ জন এবং সাইলো অপারেটিভ পদে ১৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তবে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অপারেটর পদে ৩৬টি, স্টেভেডর সরদার ৬টি, সহকারী মিলরাইট ৬টি, মিল অপারেটিভ ১২৫টি এবং সাইলো অপারেটিভ পদে ১৭৪টি শূন্যপদ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে ‘প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম’ (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণপূর্বক মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। দাখিলকৃত ‘প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম’ (পুলিশ ভেরিফিকেশন ফরম) ও প্রার্থীর পূর্ব কার্যকলাপ যথাযোগ্য এজেন্সির মাধ্যমে উপযুক্ত হিসেবে বিবেচিত হওয়া সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে; খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্র বিশেষে তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে। যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও নির্ধারিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।