খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত ফল প্রকাশ
খাদ্য অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের কারিগরির ১৩ ক্যাটাগরি এবং দ্বিতীয় ধাপের ড্রাইভার নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. আফিফ-আল-মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে কারিগরি ১৩ ক্যাটাগরির শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ। খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের ৩১ আগস্টে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ৯ মার্চ মাসের জারিকৃত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গৃহিত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে সরাসরি কোটায় নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করে ১ম পর্যায়ে কারিগরি ১৩ ক্যাটাগরির ৪০০টি শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত নির্বাচিত প্রার্থীদের ফলাফল খাদ্য মন্ত্রণালয় (www.mofood.gov.bd) ও খাদ্য অধিদপ্তরের (www.dgfood.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
উল্লেখ্য, সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের নিম্নবর্ণিত শর্তপূরণ সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে
নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে; খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্বাচিত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল ত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারী আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪/১১/২০২৫খ্রি. তারিখের মধ্যে “প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম” (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণপূর্বক মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। দাখিলকৃত “প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম” (পুলিশ ভেরিফিকেশন ফরম) ও প্রার্থীর পূর্ব কার্যকলাপ যথাযোগ্য এজেন্সির মাধ্যমে উপযুক্ত হিসেবে বিবেচিত হওয়া সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে; খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্র বিশেষে তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে। যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও নির্ধারিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা
হবে।
চাকরিতে প্রবেশকালে প্রার্থীগণকে খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানের মাধ্যমে ডোপ টেস্ট সম্পন্ন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং-৫৮.০০.০০০০.062.99.002.18.280, তারিখ ১৮/০৯/২০১৮ খ্রি. মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্র বিশেষে তৎকর্তৃক মনোনীত কোন মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য সংক্রান্ত মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) যাচাই করা হবে। যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে ডোপ টেস্ট এর সময়সূচি ও নির্ধারিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে; প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য (Substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রথম পর্যায়ের বিস্তারিত দেখুন এখানে
দ্বিতীয় পর্যায়ের বিস্তারিত দেখুন এখানে