পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য ১৪তম গ্রেডে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।
তবে চিঠিতে নিয়োগের ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়। শর্তগুলো হলো, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো প্রেরণ করা, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে আরোপিত শর্তাদি যথাযথভাবে অনুসরণ করা এবং এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করা।