২৩ জুলাই ২০২৫, ২০:৫১

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ দেবে সিপাহী, আবেদন করুন দ্রতই

সিপাহী নিয়োগে আবেদন চলছে বর্ডার গার্ড বাংলাদেশে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটি ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) ‘সিপাহী (জিডি)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুলাই থেকে শুরু হয়েছেচলবে ১ আগস্ট পর্যন্ত। আবেদন করতে হবে ৬ ধাপে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি);

ব্যাচ: ১০৪তম ব্যাচ (অতিরিক্ত);

পদের নাম: সিপাহী (জিডি);

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: নার্স নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, নার্সিং ডিগ্রি থাকলেই করুন আবেদন

আবেদনের যোগ্যতা—

এসএসসি বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে;

শারীরিক যোগ্যতা—

*সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি;

*সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি;

আরও পড়ুন: বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন অনলাইনে

দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়);

শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক;

প্রার্থীর বয়স: ১৮-২৩ বছর (৫ অক্টোবর ২০২৫ তারিখে);

রেজিস্ট্রেশন করবেন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ৬ ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ আগস্ট ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিজিবির অফিশিয়াল ওয়েবসাইট