২৮ জুন ২০২৫, ১৪:৩২

লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা ১২ জুলাই  © সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৪ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১২ জুলাই (শনিবার) এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রতিষ্ঠানটির পরিচালক আলতাফ হোসেন সেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষবিষয়ক এ তথ্য জানানো হয়েছে। পদ ৪টি হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সহকারী প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে আবেদন শুরু, পদ ১ লাখ ৮২২

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে আগামী ১২ জুলাই সকাল ১০টা থেকে এসব পদের লিখিত পরীক্ষা শুরু হবে। প্রবেশপত্রে উল্লিখিত সব শর্ত মেনে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে আবশ্যিকভাবে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্ট করা যাবে।

লিখিত পরীক্ষার সময়সূচি বিষয়ক বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।