২৪ জুন ২০২৫, ১৫:২৭

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

২ পদে ৫ কর্মী নিয়োগে আবেদন চলছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির অধীন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ২ পদে ৫ কর্মী নিয়োগে রবিবার (২২ জুন) প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি; 

১. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৩টি (কম-বেশি হতে পারে); 

বেতন: পবিসের বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৬,৬০০ থেকে ৪১,৯৫০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আবেদনের যোগ্যতা: বিআরটিএ কর্তৃক প্রদত্ত মেয়াদযুক্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে;

আরও পড়ুন: জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১৪১

২. পদের নাম: কুক কাম কেয়ার টেকার;

পদসংখ্যা: ২টি (কম-বেশি হতে পারে); 

বেতন: পবিসের বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*রান্নার কাজে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে আবেদন শুরু, পদ ১ লাখ ৮২২

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

কর্মস্থল: সুনামগঞ্জ;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৩ জুলাই ২০২৫ তারিখে)। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে তফসিলি যে কোনো ব্যাংকে ১০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৩ জুলাই ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট