১৯ মে ২০২৫, ১৬:২৪

সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯, আবেদন করুন দ্রুতই

৮ পদে ৯৯ কর্মী নিয়োগে আবেদন চলছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি ৮ পদে ৯৯ কর্মী নিয়োগে ২২ এপিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন আগামী ২৭ এপ্রিল শুরু হয়েছে—চলবে ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি;

১. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৩৫,০০০ টাকা (গ্রেড-৮);

২. পদের নাম: জুনিয়র হিসাব সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২১৫০

৩. পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১); 

৪. পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১); 

৫. পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২৩,০০০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে চাকরি, বিভিন্ন গ্রেডে পদ ২২

৬. পদের নাম: কেয়ারটেকার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৫,৫০০ টাকা (গ্রেড-১৪);

৭. পদের নাম: স্টেশন অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫);

৮. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৫০টি;

বেতন স্কেল: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: টিসিবিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২২ এপ্রিল ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ মে ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পাওয়ার গ্রিড বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট