০৮ মে ২০২৫, ০৭:৩৬

বিনা’র নিয়োগে বিলম্ব, দ্রুত নিয়োগের দাবিতে উত্তীর্ণদের মানববন্ধন

উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সর্বশেষ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেছে সর্বশেষ নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়া প্রার্থীবৃন্দ।

মঙ্গলবার (৭ মে) দুপুরে বিনার ফটকের সামনে মানববন্ধন ও আমরণ কর্মসূচির ব্যানারে ও দ্রুত নিয়োগের দাবিতে পোস্টারসহ এ মানববন্ধন পালন করতে দেখা যায় তাদের।

অভিযোগ জানিয়ে মো, টিপু সুলতান বলেন, ২০২৩ সা‌লের নি‌য়ো‌গের সার্কুলার অনুযায়ী ১০ থে‌কে ১৬ তম গ্রেডের সমস্ত কার্যক্রম শেষ হ‌য়ে‌ছে। সর্বশেষ ২০২৪ সা‌লে ২১‌ ডি‌সেম্ব‌রে পু‌লিশ ভে‌রি‌ফি‌কেশন শেষ হয়। কিন্তু তারা এখনও নিয়োগ দি‌তে গড়িমসি করছে। তা‌দের কা‌ছে জান‌তে চাইলে তারা জানান, কোটা সংক্রান্ত কার‌ণে নিয়োগ দেওয়া হচ্ছে না। কোটা আ‌গের পরিপত্রে ছিল। কিন্তু বর্তমান বিধিমালা অনুযায়ী সং‌শোধন করা হ‌য়ে‌ছে। কিন্তু আমরা যে সার্কুলারে পরীক্ষা দি‌য়ে‌ছি ওইটা তো ছিল । বর্তমানে যাই থাকুক না কেন আমা‌দের নিয়োগ দি‌তে হ‌বে। 

তি‌নি আ‌রো বলেন, বিনার কর্মকর্তাদের সা‌থে নি‌য়োগের বিষ‌য়ে কথা বললে তারা স‌চিবলা‌য়ে পাঠা‌য়, আবার স‌চিবালয় ইনিয়ে-বিনিয়ে পা‌ঠা‌য় । স‌চিবাল‌য়ের কর্মকর্তারা ব‌লে বিনা স্বয়াত্তশা‌সিত প্রতিষ্ঠান ওরা ওদের নিয়োগ দি‌বে, আবার বিনার কর্মকর্তা বলে সচিবালয় থে‌কে নিষেধ করা হ‌য়ে‌ছে। এখন আমরা কোথায় যাব! আমা‌দের নিয়োগ না দেওয়া পর্যন্ত অনশন চা‌লি‌য়ে যাব।

কর্মসূচি পালনকারী আব্দুল হান্নান নামের আরেকজন জানান, বি‌ভিন্ন মন্ত্রণালয় আ‌গের পরিপত্র অনুযায়ী নিয়োগ শেষ ক‌রে‌ছে। ‌যেম‌নে শিক্ষা মন্ত্রনাল‌য়ের অধীনে প্রাইমারি শিক্ষক নিয়োগ। কিন্তু কৃ‌ষি মন্ত্রনাল‌য়ের অধীনে বিনা আমা‌দের নিয়োগ দিচ্ছে না। তারা নানা অজুহাত দেখাচ্ছে।

এ বিষয়ে বিকালে কর্মসূচিতে অবস্থানকারীদের সাথে বিনার মহাপরিচালক আবুল কালাম আজাদ আলোচনা করেন। 

পরবর্তীতে তিনি জানান, বর্তমান সরকারের সিদ্ধান্ত হলো আগের কোটা সিস্টেমে এখন আর নিয়োগ দেয়া যাবে না, সেটায় বিনা'র ও কিছু করার নেই। এখন একটাই পথ আছে তারা যেহেতু রিট করেছে, রিট থেকে যদি তারা তাদের রায় নিয়ে আসতে পারে তাহলেই এটি সম্ভব। কারণ সরকারের সিদ্ধান্তের পরে একটাই পথ খোলা থাকে যদি আদালত কোন রায় দেয়। এখানে বিনার কোনো কিছুই করার নেই কারণ বিনা সরকারের সিদ্ধান্তই বাস্তবায়ন করে।