সন্তানকে সঙ্গে নিয়েই ক্লাস করেন এইচএসসি পরীক্ষার্থী

সন্তানকে কোলে নিয়ে ক্লাসে তনুশ্রী
সন্তানকে কোলে নিয়ে ক্লাসে তনুশ্রী  © সংগৃহীত

আট মাসের শিশু সন্তাকে সঙ্গে নিয়েই ক্লাস করেন তনুশ্রী দাস নামে এক কলেজছাত্রী। রাজধানীর বাড্ডার মহানগর কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

আগামী ডিসেম্বর মাসে তনুশ্রীর এইচএসসি পরীক্ষা। ২০১৯ সালে ১৯ বছর বয়সে বিয়ে করেন তিনি। তাঁর ছেলে আবেগের বয়স এখন আট মাস। ছেলে ছোট হওয়ায় তাকে একা রেখে যেতে পারেন না। সেজন্য ছেলেকে সাথে নিয়েই ক্লাস করতে হয় তাকে।

জানা গেছে, ছোটবেলায় কিছু শারীরিক জটিলতা থাকায় তনুশ্রীর পড়ালেখায় কিছুটা গ্যাপ পড়ে। পারিবারিকভাবে বিয়ে হয় তনুশ্রীর। করোনার কারণে গত ১৮মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যেই মা হন তনুশ্রী। গত ১২ সেপ্টেম্বর থেকে কলেজ খোলায় ছোট্ট ছেলেকে নিয়েই ক্লাস করছেন তিনি।

গণমাধ্যমকে তনুশ্রী জানান, বাচ্চাকে নিয়ে কলেজে যেতে কিছুটা বেগ পেতে হলেও সকলেই তাকে সহযোগিতা করেন। এই সহযোগিতা না পেলে পড়ালেখা চালিয়ে যেতে পারতাম না। বাসার কাজে স্বামী সহযোগিতা করায় তেমন একটা অসুবিধা হয় না।

এদিকে সন্তানকে নিয়ে কলেজে যাওয়ার ছবি সিামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পোস্ট করেন তিনি। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একের পর এক শুভেচ্ছা বার্তা পান তিনি।


সর্বশেষ সংবাদ