জন্মনিবন্ধন সনদে টিকা পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনাভাইরাসের টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এজন্য ছাত্র-ছাত্রীদের ইউজিসি প্রদত্ত লিংকে গিয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েব লিংক (https://univac.ugc.gov.bd) ব্যবহার করে কোভিড-১৯ এর ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞপ্তি