শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে ঘুষ দিতে হয় না: সচিব
কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, ‘শিক্ষক কর্মচারী অবসর বোর্ড ডিজিটালাইজেইশন করা হয়েছে। আগে অবসর প্রাপ্তদের টাকা পেতে সময় লাগত। এখন থেকে দুই বছর দশ মাসের মধ্যে সমুদয় টাকা পেয়ে যাবেন।’
শুক্রবার বরগুনা পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ মিলানাতয়নে এমপপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধার টাকা প্রাপ্তি: সমস্যা-সংকট ও সমাধান বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেনশন পান না। চাকরিজীবনে প্রতিমাসে মূল বেতনের ৬ শতাংশ হারে টাকা কর্তন করে রাখা হয়। সেই টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে এককালীন সুবিধা দেওয়া হয়। এ বোর্ডে কাউকে ঘুষের টাকা দিতে হয় না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যানবেইসের লাইব্রেরিয়ান ড. মো. মিজুানুর রহমান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন এবং সভাপতিত্ব করেন সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল করীম।