০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০

এইচএসসি পর্যন্ত পাস নম্বর ৫০% করার সুপারিশ দুদকের

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ  © ফাইল ফটো

মানসম্মত শিক্ষা নিশ্চিতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ধরনের পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ করার পরামর্শ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন তুলে দেওয়া হয়।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার (৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এসময় ইকবাল মাহমুদ বলেন, এই সুপারিশে হয়ত সমালোচনা হবে, আমরা চাই সমালোচনা হোক, সেই ব্রিটিশ আমল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাস মার্ক রয়েছে ৩৩ নম্বর। কিন্তু এর পরিবর্তে আমরা বলেছি পাস মার্ক ৫০ হতে হবে। সরকার এটা নিয়ে বিবেচনা করতে পারে।

সুপারিশের পক্ষে ইকবাল মাহমুদের যুক্তি, পাসের যদি চাপ থাকে, তাহলে আমাদের ধারণা, ক্লাস রুমে শিক্ষকরা আরও মনযোগী হবেন, বাচ্চারাও আরও বেশি মনোনিবেশ করবে। এই ৫০ নম্বর পেতে হলে তাদেরকে অনেক কষ্ট করতে হবে। আমরা জানি কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।

অন্যদের মধ্যে দুদকের দুই কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম (তদন্ত) ও মো. মোজাম্মেল হক খান (অনুসন্ধান), সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, কমিশনের একাধিক বিভাগে মহাপরিচালকরা সংবাদ সম্মেলনে অংশ নেন।