৩১ জানুয়ারি ২০২১, ১১:৪৪

প্রচলিত শিক্ষায় আগামীতে কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বাড়বে: মোস্তাফা জব্বার

  © ফাইল ফটো

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পরিবর্তনের ধারাবাহিকতায় প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আগামীকে রোবটিক্স, আইওটি, বিগডাটা, ব্লকচেইন ইত্যাদি নতুন প্রযুক্তি প্রসারের ফলে প্রচলিত ধারার শিক্ষায় কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বাড়বে। তাই প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বর্তমান প্রজন্মকে অত্যন্ত মেধাবী হিসেবে আখ্যায়িত করে মোস্তাফা জব্বার বলেন, শিক্ষা ব্যবস্থার ডিজিটাইজেশন হওয়া উচিৎ এবং এর শুরুটা প্রাথমিক বিদ্যালয় স্তর থেকে হতে হবে। তিনি বিশ্ববিদ্যালয় সমূহে প্রচলিত বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল যুগের উপযোগী দক্ষতা অর্জন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমরা চাই বা না চাই এর উপর ডিজিটাল বিপ্লব অপেক্ষা করবে না। সবাইকে রোবটিক্স কিংবা আইওটি পড়তে হবে তাও নয় কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম এ কাশেম, উপাচার্য প্রফেসর আতিকুল আলম, স্যামসন বাংলাদেশ লিমিটেড এর এমডি ওয়াং সান চু প্রমূখ বক্তৃতা করেন।