স্কুল-কলেজের শিক্ষার্থীদের ডাটা প্যাকেজ দেওয়ার চিন্তা-ভাবনা
স্কুল-কলেজের শিক্ষার্থীদের ডাটা প্যাকেজের সুবিধা দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে পরিচালিত এক জরিপ প্রতিবেদন প্রকাশের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ব্যয় কিভাবে ব্যয় কমানো যায় সে বিষয়ে টেলিফোন কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় যাচ্ছে। টেলিটকের মাধ্যমেও একটা প্যাকেজ করা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য তারা (টেলিফোন কোম্পানি) ব্যবস্থা করছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা আমরা করছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কী করা যায় সেটা আমরা ভাবছি। কারণ এখানে কোটি কোটি শিক্ষার্থী। আমরা যদি ডিভাইসের কথা ভাবি তাহলে অসম্ভব রকম ব্যয় হবে। তবে সামগ্রিকভাবে শিক্ষার ব্যয় নিয়ে আমাদের ভাবতে হবে। সকল পর্যায়ের শিক্ষার ব্যয় নিয়ে আমরা সুচিন্তিত জায়গায় পৌঁছানোর আমাদের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণশিক্ষা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুক বক্তব্য রাখেন।