সংক্রমণ বাড়ায় হংকংয়ের সব স্কুল সোমবার থেকে ফের বন্ধ
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় হংকংয়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত দেশটির সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে কয়েকজন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। যদিও গত ফেব্রুয়ারি থেকেই দেশটির বেশিরভাগ স্কুল বন্ধ রয়েছে।
এদিকে দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৬৬ জনের ও মৃত্রু হয়েছে ৭ জনের। তবে শিশুদের সুরক্ষার কথা ভেবেই কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে হংকং কর্তৃপক্ষ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ লাগামহীনভাবে বাড়লেও দেশটির স্কুল খুলে দেয়ার ওপর জোড় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াই হাউজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় সেপ্টেম্বরে স্কুলগুলো খুলে দেয়া না হলে অর্থ সহায়তা দেয়া বন্ধ করে দেয়া হবে।