২৭ নভেম্বর ২০২৪, ১৯:১৫

শিক্ষক নিয়োগে ফের শূন্যপদের তথ্য চেয়েছে এনটিআরসিএ

এনটিআরসিএর কার্যালয়  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রমে অংশ হিসেবে এর আগে শূন্যপদের তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এবার নতুন করে আবারও ই-রেজিস্ট্রেশন-প্রোফাইল হালনাগাদের সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৭ নভেম্বর) এক নোটিশে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়।

এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল। যেহেতু, এনটিআরসিএ ৬ষ্ঠ ই-রিকুজিশনের সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে তাই সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী ৩০ নভেম্বর থেকে পুনরায় চালু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ই-রেজিস্ট্রেশন ককরতে পারবে। তবে যেসব প্রতিষ্ঠান আগের তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে অনলাইনে চাহিদা ও ফি প্রদান করেছে নতুন করে তাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।