২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৩

আত্তীকৃত শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)  © সংগৃহীত

দেশজুড়ে ২০০০ বিধিতে আত্তীকৃত সরকারি কলেজের নিয়মিতকরণ করা বুনিয়াদি প্রশিক্ষণবিহীন শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাউশির সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০০০ বিধিতে আত্তীকৃত হয়ে কর্মরত আছে এবং ইতোমধ্যে নিয়মিতকরণ হয়েছে, কিন্তু বুনিয়াদি প্রশিক্ষণ পায়নি, এমন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের জন্য ডাটাবেজ তৈরি করা হবে। 

এতে আরও বলা হয়, যে সকল শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণ বিহীন আছে তাদের তথ্য নিম্নোক্ত লিংকের গুগল ফরমে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। 

গুগল ফরমের লিংক