ইএফটিতে এমপিও পরিশোধ শুরু, পেলেন ২০৯ শিক্ষক-কর্মচারী
ভোগান্তি কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা পেয়েছেন। গতকাল রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইফটিতে বেতন পাওয়াদের মধ্যে বেসরকারি স্কুলে কর্মরত ১০৪ জন ও বেসরকারি কলেজে কর্মরত ১০৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন : ইএফটিতে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরাও
অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর আটটি চেক গত ৩ অক্টোবর ব্যাংকে হস্তান্তর করা হয়েছে (স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/৩৪২৩/০৪ তারিখ : ৩-১০-২০২৪)। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে এমপিওর বা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
আরও পড়ুন : বিশ্ব শিক্ষক দিবস থেকেই এমপিও শিক্ষকদের ইএফটিতে বেতন দেয়া শুরু
এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখে বেতন-ভাতা পান সেজন্য তাদের এমপিও ইএফটিতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।