বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি মামুন, মহাসচিব তানভীর
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন উল হক। আর মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তানভীর। এর মধ্যে মামুন ‘খ’ প্যানেল থেকে নির্বাচন করেছেন। আর তানভীর ‘গ’ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন।
মঙ্গলবার (১১ জুন) নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে শিক্ষা ক্যাডার সমিতির নতুন সভাপতি মামুন উল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ৪ হাজার ৮২০ ভোট পেয়েছি। নিকটতম প্রতিদ্বন্দী ৪ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। শিক্ষা ক্যাডারে কর্মরত সকলদের সহযোগিতায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
জানা গেছে, এবারের শিক্ষা ক্যাডার সমিতির নির্বাচনে তিনটি প্যানেল ও দুজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে একটি প্যানেলের (ক) নেতৃত্বে রয়েছেন রুহুল কাদির-হুমায়রা-কামাল। আরেকটি প্যানেলের (খ) নেতৃত্বে রয়েছেন মামুন-জিয়া-নাসির। আর তৃতীয় আরেকটি প্যানেল (গ) হচ্ছে শাহেদ-তানভীর-মোস্তাফিজ।