তৃতীয় শ্রেণির ৬১ ও পঞ্চমের ৭০ শতাংশ শিক্ষার্থীর গণিতে দক্ষতা নেই
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ও বাংলায় দুর্বলতার ভয়াবহ চিত্র উঠে এসেছে সরকারি একটি জরিপে। তৃতীয় শ্রেণির ৫১ ও পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থী বাংলায়ও দুর্বল। আর তৃতীয় শ্রেণির ৬১ ও পঞ্চমের ৭০ শতাংশ শিক্ষার্থীর গণিতে ভালো দক্ষতা নেই।
শনিবার (১৯ আগস্ট) কক্সবাজারের এক হোটেলে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় আরও জানানো হয়, এক হাজার ৪৮৩টি স্কুলের তৃতীয় শ্রেণির ২৫ হাজার ৪৮০ ও পঞ্চম শ্রেণির ২৮ হাজার ৭৫২ শিক্ষার্থীর ওপর এ জরিপ চালানো হয়েছে।
‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’ শীর্ষক জরিপে চালিয়েছে শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফ। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তাদের গণিতের দক্ষতা তৃতীয় শ্রেণির উপযোগী নয়।
তবে এনজিও পরিচালিত স্কুল ও মাদ্রাসার তুলনায় সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ভালো করছে। জরিপে দেখা গেছে, তৃতীয় শ্রেণির ১২ ও পঞ্চম শ্রেণির ৮ শতাংশ শিক্ষার্থীর বাংলায় ভালো দক্ষতা রয়েছে। গণিতে এ হার যথাক্রমে ১১ ও ৯ শতাংশ।
এসব বিষয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা ভালো করছে। তবে সিলেটের শিক্ষার্থীরা ভালো করতে পারছে না। সমতল, উপকূল ও সীমান্ত অঞ্চলের শিক্ষার্থীরাও হাওর, প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের চেয়ে ভালো করছে বলে জানানো হয়েছে।