২৭ জানুয়ারি ২০২৬, ২২:০০

জর্জিনার জন্মদিনে রোনালদোর ভালোবাসামাখা বার্তা

ক্রিস্তিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ  © সংগৃহীত

বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের জন্মদিন উপলক্ষে ভালোবাসাসিক্ত আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা সেই বার্তায় আল-নাসর তারকা লেখেন, “আমার জীবনের নারীর জন্মদিন শুভ হোক।” হৃদয়ছোঁয়া এই ছোট্ট বার্তা মুহূর্তের মধ্যেই ভক্তদের আবেগে ছুঁয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে রোনালদোর ওই পোস্টটি। পোস্টটিতে লাভ রিয়েকশন পড়েছে প্রায় ৩০ লাখ, পাশাপাশি মন্তব্যের ঘরে প্রিয় ফুটবল তারকা ও তার সঙ্গীর প্রতি ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্তরা। অনেকেই জর্জিনার জন্মদিনে শুভকামনা জানিয়ে লিখেছেন আবেগঘন বার্তাও।

৩২ বছরে পা রাখা জর্জিনা রদ্রিগেজ বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘মেলানিয়া’ নামের একটি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে অংশ নেন তিনি। এই ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ঘিরে নির্মিত হয়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিও জর্জিনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

তবে এই যুক্তরাষ্ট্র সফরে জর্জিনার সঙ্গে ছিলেন না রোনালদো। সৌদি আরবে নিজের ক্লাব আল-নাসরের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পর্তুগিজ এই সুপারস্টার। গত সোমবার সৌদি প্রো লিগে আল-তাওউনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে মাঠে নামেন তিনি। যদিও ওই ম্যাচে গোলের দেখা পাননি, তবুও ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মেতে উঠতে দেখা যায় তাকে। সামনে লিগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় আপাতত বিশ্রামে আছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

উল্লেখ্য, গত বছরের আগস্টে নিজেদের বাগদানের খবর প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। জানা গেছে, দুজনেরই জাঁকজমকপূর্ণ বিয়ের পরিকল্পনা রয়েছে, যদিও এখনো দিনক্ষণই চূড়ান্ত হয়নি। এরই মধ্যে রোনালদোর সামনে অপেক্ষা করছে ব্যস্ত সময়, যেখানে পর্তুগালের জার্সিতে তাকে আরেকটি বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে জর্জিনার সঙ্গে একসঙ্গে হোয়াইট হাউস সফর করেছিলেন রোনালদো। সে সময় ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাদের দেখা যায়, যা তখনও গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।