২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৫

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতল বাংলাদেশ

রিরোপা জয়ের পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস  © সংগৃহীত

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করছে। অভিষেক আসরেই বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ছয় ম্যাচে সাবিনা খাতুনদের পয়েন্ট ১৬। সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশেয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছেন।

আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। এরপর একের পর এক শক্তিশালী জয়ে শিরোপার পথে এগিয়ে যায় সাবিনারা। পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সেই বড় জয় শিরোপার দৌড়ে দলকে অনেকটাই এগিয়ে দেয়।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন চার গোল। ওই ম্যাচে নুসরাত জাহান দুটি গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও গোলের খাতায় নাম লেখান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ।

মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচেও সাবিনা ও মাসুরাদের আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি দল।

সাইদ খোদরহমির শিষ্যরা এই টুর্নামেন্টে ভারত ও ভুটানের মতো শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

নতুন ফুটসাল ফরম্যাটেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্বকে আরও এক ধাপ এগিয়ে নিলেন সাবিনা খাতুনরা।